আমদানি বাড়লেও কমেছে বিদেশী বিনিয়োগ
স্টাফ রিপোর্টার: পর পর তিন বছর লাভের পর ২০১৭-১৮ অর্থবছরে আবারও সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) হ্রাস পেয়েছে। এ সময়ে রেকর্ড পরিমাণে আমদানি বাড়লেও সেই তুলনায় বিদেশী বিনিয়োগের হার নগন্য। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
আলোচ্য অর্থবছরে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) এসেছে ২৭৯ কোটি ৮০ লাখ ডলার, যা গত অর্থবছরের চেয়ে ৭ দশমিক ৯০ শতাংশ কম। অন্যদিকে শেয়ারবাজারেও বিদেশি বিনিয়োগ কমেছে। অর্থবছর শেষে শেয়ারবাজারে ৩৬ কোটি ৫০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। যা তার আগের অর্থবছরে ছিল ৪৫ কোটি ৭০ লাখ ডলার।
ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) অনুযায়ী সেই অর্থবছরের মধ্য ও দীর্ঘ মেয়াদে বিদেশী ঋণ গ্রহণের পরিমাণও বেড়েছে। আলোচ্য সময়ের আর্থিক হিসাবে দেখা যাচ্ছে, এ ধরনের ঋণ এসেছে ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার, যা আগের একই সময়ের তুলনায় ৭৯ দশমিক ৭৭ শতাংশ বেশি। বিদেশী ঋণ বাড়লেও বিদেশী বিনিয়োগ কমে এসেছে।
সর্বশেষ সরাসরি বিদেশী বিনিয়োগ হ্রাস পেয়েছিল ২০১৪ সালে। সে বছর ১৪ দশমিক ৪৫ শতাংশ বিনিয়োগ কম হয়েছিল আগের বছরের তুলনায়। আগের অর্থবছরেও এফডিআইয়ের পতনের ফলে দেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উচ্চ লক্ষমাত্রা অর্জন সম্ভব হয়নি বলে জানা গেছে।