শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

আর্জেন্টিনার নতুন অধিনায়ক তাগলিয়াফিকো

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আর্জেন্টিনার দু’টি প্রীতি ম্যাচে নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি খেলবেন না। কদিন আগে মেসিকে ছাড়াই নতুন কোচ লিওনেল স্কালোনি দল ঘোষণা করেছেন। সেই ঘোষিত স্কোয়াডে নেই গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো আর ডি মারিয়া। দুই ম্যাচের জন্য মেসির জায়গায় অধিনায়ক করা হয়েছে আয়াক্সে খেলা ২৬ বছর বয়সী লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকোকে। আজ ৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে গুয়াতেমালা এবং চার দিন পর নিউ জার্সিতে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। 

আর্জেন্টিনা দল: গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হেরোনিমো রুলি (রিয়াল সোসিয়েদাদ), সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড)। ডিফেন্ডার: রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), লেওনেল ডি প্লাসিদো (লানুস), ফাব্রিসিও বুস্তোস (ইন্ডেপেনদিয়েন্তে), আলান ফ্রাঙ্কো (ইন্দেপেনদিয়েন্তে), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), ওয়ালতার কান্নেমান (গ্রেমিও), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্টিনা), রেনজো সারাভিয়া (রেসিং ক্লাব), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন)। মিডফিল্ডার: গঞ্জালো মার্টিনেস (রিভার প্লেট), লেয়ান্দ্রো পারেদেস (জেনিথ), জিওভানি লো সেলসো (পিএসজি), মাক্সি মেসা (ইন্ডেপেনদিয়েন্তে), মাতিয়াস ভার্গাস (ভেলেস), সান্তিয়াগো আসকাসিবার (স্টুটগার্ট), রদ্রিগো বাত্তাগলিয়া (স্পোর্টিং লিসবন), ফ্রাঙ্কো সেরভি (বেনফিকা), ফ্রাঙ্কো ভাসকেস (সেভিয়া), পালাসিও (রিভার প্লেট)। ফরোয়ার্ড: আনহেল কোররেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেস (ইন্টার মিলান), মাউরো ইকার্দি (ইন্টার মিলান), জিওভান্নি সিমেওনে (ফিওরেন্টিনা), ক্রিস্টিয়ান পাভোন (বোকা জুনিয়র্স), পাওলো দিবালা (জুভেন্টাস)।

অনলাইন আপডেট

আর্কাইভ