মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

আইডিবির প্রেসিডেন্ট ঢাকায়

স্টাফ রিপোর্টার: ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) একটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের করতে পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন সংস্থাটির প্রেসিডেন্ট ড. বন্দর এম এইচ হাজ্জর।
গতকাল শুক্রবার তিনি ঢাকায় পৌঁছেছেন। ১১ সেপ্টেম্বর পর্যন্ত আগামী ৫ দিন তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় আইডিবি’র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করবেন।
বর্তমানে ঢাকায় এই উন্নয়ন সহযোগী সংস্থার একটি মাঠ প্রতিনিধি দফতর কাজ করে থাকে। বাংলাদেশে তাদের কার্যক্রমের জন্য ঢাকা অফিসকে জেদ্দায় অবস্থিত আইডিবি’র সদর দফতর থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হয়।
ঢাকায় আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠার ফলে বাংলাদেশে আইডিবি’র কর্মকা- আরও গতিশীল এবং এর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
একজন আঞ্চলিক কেন্দ্র ব্যবস্থাপকের তত্ত্বাবধানে পরিচালিত হবে ঢাকার এই কার্যালয়। এখান থেকে বাংলাদেশ, মালদ্বীপ ও আফগানিস্তান এই তিন সদস্য রাষ্ট্রসহ ভারত ও মিয়ানমারের মতো অ-সদস্য রাষ্ট্রগুলোতেও কর্মকা- পরিচালিত হবে।
উল্লেখ্য, ১৯৭৫ সালে যাত্রা শুরু করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। এর ৫৬টি অংশীদারি সদস্য রাষ্ট্র রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ