চৌগাছায় অন্ধ নারীর আত্মহত্যা
চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় নাজনীন আক্তার (২৯) নামে দুই সন্তানের জননী এক অন্ধ নারী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি চৌগাছা পৌর এলাকার জিওলগাড়ি বেলেমাঠ গ্রামের উজ্জল হোসেনে স্ত্রী। নারীটির এক বোন পুলিশের কনস্টেবল পদে কর্মরত।
নিহতের স্বামী উজ্জল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি নিজ বসতঘরের আড়ার সাথে শিশু সন্তানের সামনেই গলায় রশি দেন। শিশু সন্তানটি পরিবারের সদস্যদের জানালে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চৌগাছা ৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার এসআই সালাহউদ্দিন পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে বলেন, আত্মহত্যার শিকার নারীটির একবছর আগে জ্বর হয়ে দুই চোখ অন্ধ হয়ে যায়। সেখান থেকে তিনি কিছুটা মানষিক ভারসম্যহীন হয়ে পড়েন। শুক্রবার বাড়ির অন্য সদস্যদের না থাকার সুযোগে নিজের বসতঘরে গলায় রশি দেন তিনি। এসময় তার শিশু সন্তানের ডাক-চিৎকারে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শনিবার বেলা সাড়ে এগারটায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয় বলেও নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।
চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।