ক্রিকেট ছেড়ে ধারাভাষ্যে কুক

খেলা থেকে অবসর নিয়ে ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার গড়েছেন অনেক ক্রিকেটারই। এবার সেই দলে যোগ দিচ্ছেন সদ্যই অবসরের ঘোষণা দেওয়া ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের রেডিও ‘টকস্পোর্টসে’র সাথে এরই মধ্যে আলোচনা করেছেন কুক। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরেই ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে দেখা যেতে পারে ধারা ভাষ্যকারের ভূমিকায়। ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান কুক। কিন্তু সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না তার। ভারতের বিপক্ষে চলমান সিরিজে রানের দেখা পাচ্ছিল না তার ব্যাট। সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্টের পর হঠাৎ করেই নিজের অবসরের ঘোষণা দিয়ে বসেন ইংল্যান্ডের হয়ে ১৬০ টেস্টে ১২২৫৪ রান করা এই ব্যাটসম্যান। ওভালে চলমান টেস্টটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টেস্ট।টকস্পোর্টসে ধারাভাষ্যকার হিসেবে আছেন মার্ক নিকোলাস, ড্যারেন গুচ, ডেভিড লয়েড ও জ্যারড কিম্বারের মতো বিশ্বখ্যাত ধারাভাষ্যকরা। এই দলের সাথেই যোগ দিতে পারেন ইংল্যান্ডের হয়ে ৩২টি টেস্ট সেঞ্চুরির মালিক কুক। শুধু ইংলিশদের ক্যারিবিয় সফরই নয়, জো রুটদের দক্ষিণ আফ্রিকা সফরেরও অডিও সম্প্রচার স্বত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে টকস্পোর্টসের। যদিও কুক কিংবা টকস্পোর্টস কেউই নিশ্চিত করে কিছু বলেনি। তবে দুই পক্ষ থেকেই ইঙ্গিত পাওয়া গেছে আগামীতে ক্রিকেটে কমেন্ট্রি বক্সেই থিতু হতে যাচ্ছেন কুক।সূত্র : ক্রিকইনফো।