ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

চকরিয়া সংবাদদাতা: চকরিয়ায় ৪৭তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বালকদের ফুটবলে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়। আর বালিকায় চ্যাম্পিয়ন হয়েছে ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়। শনিবার ৮সেপ্টেম্বর বিকালে পৌরসভার মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলা পরবর্তী এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ রকমারি পুরস্কার তুলে দেন।