মাদাগাস্কায় স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে হতাহত ৪১
স্পোর্টস ডেস্ক: মাদাগাস্কার স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে পদপৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত ৪০ জনের আহত হওয়ার খবর জানা গিয়েছে, যাদের মধ্যে দুইজনের অবস্থা খুব গুরুতর। আফ্রিকা কাপ অব ন্যাশন্স টুর্নামেন্টের বাছাইপর্বে মাদাগাস্কার-সেনেগাল ম্যাচে এমন ঘটনাটি ঘটে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ম্যাচ শুরু আগে হাজার হাজার মানুষ স্টেডিয়ামের একটি মাত্র গেট দিয়ে ঢুকতে গিয়ে দুর্ঘটনাটি হয়। বিবিসির তথ্য অনুযায়ী মাদাগাস্কার স্থানী লোকজন অনেক সকাল থেকে স্টেডিয়ামে ঢুকার জন্য অপেক্ষা করে। কিন্তু স্টেডিয়ামের কর্তৃপক্ষ মাত্র একটি গেইট খুলে দেয়। যার জন্য হুড়াহুড়ি করতে গিয়ে হদাহতের ঘটনাটি ঘটে। এই ম্যাচে উপস্থিত ছিলেন লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানের মত খেলোয়াড়রা। আর এমন ম্যাচে মাত্র একটি গেট খোলা নিয়ে ইতিমধ্যে বেশ সমালোচনা শুরু হয়ে গেছে। ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্রয়ের মাধ্যমে শেষ হয়। এএফপি নিউজকে একজন জানায়, ‘আমরা সকাল থেকে ছয় ঘণ্টার মত সারিতে অপেক্ষা করছিলাম। যখন স্টেডিয়ামে ঢুকার কিছু মিটার দূরে ছিলাম তখনই এই ঘটনাটি ঘটে।’ হেনিন্টোটাওযা মিযাজি হরিসাফি নামক একজন জানান, ‘আমি বুঝতে পারছি না যে কেন এত বড একটা ম্যাচে স্টেডিয়ামে একটি মাত্র গেট খোলা ছিল। ঘটনা স্থলে আমার কাকা আহত হয়েছেন।’ বিবিসি।