ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

মিয়ানমার-বাংলাদেশ হয়ে কলকাতায় বুলেট ট্রেনের ভাবনা চীনের

সংগ্রাম অনলাইন : মিয়ানমার ও বাংলাদেশ হয়ে ভারতের কলকাতা পর্যন্ত বুলেট ট্রেন চলাচলের পরিকল্পনা করছে চীন।

বুধবার কলকাতায় এক সম্মেলনে চীনের কনসাল জেনারেল মা ঝান্ভু তার দেশের এই পরিকল্পনার কথা তুলে ধরেন, খবর এনডিটিভি’র।        

ঝানভু বলেন, ভারত ও চীনের যৌথ প্রচেষ্টায় দুই দেশের দুই শহরের মধ্যে যোগাযোগের জন্য হাই স্পিড রেল সংযোগ (বুলেট ট্রেন) স্থাপন করা হতে পারে।

তিনি আরো বলেন, আর যদি তা সম্ভব হয় (রেল সংযোগ বাস্তবায়ন বা চালু হলে) মাত্র কয়েক ঘণ্টায় কলকাতা থেকে কুনমিং যাওয়া সম্ভব হবে।

এই সংযোগের মাধ্যমে মিয়ানমার এবং বাংলাদেশও উপকৃত হবে বলে মনে করেন চীনের এই কূটনীতিক।

২৮০০ কিলোমিটার দীর্ঘ ওই রেলপথের বিভিন্ন অংশে শিল্প কারখানা গড়ে তোলা যাবে জানিয়ে ঝানভু বলেন, ফলে যেসব দেশের ওপর দিয়ে রেলপথ যাবে, তাদের সবারই অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা থাকবে।

কলকাতা থেকে কুনমিং পর্যন্ত সিল্ক রুট পুনরুদ্ধারে চীন বদ্ধপরিকর জানিয়ে কূটনীতিক মা ঝানভু বলেন, এই রেলপথের লক্ষ্য হবে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) করিডোরে আন্তঃবাণিজ্য বাড়ানো। সূত্র: ইউএনবি। 

অনলাইন আপডেট

আর্কাইভ