শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সূচির আচমকা বদলে ক্ষুব্ধ মাশরাফি

স্পোর্টস রিপোর্টার : দুই দলেরই সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্সআপ নির্ধারণের লড়াই। কিন্তু বুধবার সকালে অনুশীলনে এসে মাশরাফি বিন মুর্তজা জানতে পারলেন, গ্রুপ পর্বের অবস্থানের কোনো প্রভাব সুপার ফোর পর্বে থাকবে না। হুট করেই টুর্নামেন্টের মাঝপথে এই বদল আনায় বিস্মিত মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলনে আসার পর বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ দলকে জানান, সুপার ফোরে ওঠা চারটি দলের পরিচয় ‘ট্যাগ’ করে দেওয়া হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্সআপের ওপর আর সূচি নির্ভর করছে না। মঙ্গলবার হংকংকে হারিয়ে ভারতের সুপার ফোর নিশ্চিত হওয়ার পর আনা হয় এই পরিবর্তন।

মাশরাফি  ক্ষুব্ধ টুর্নামেন্টের মাঝপথে আচমকা এমন বদল আনায়। জোর গুঞ্জন, ভারতকে বাড়তি সুবিধা দিতেই এই পরিবর্তন আনা হয়েছে। গত কয়েকদিন ধরেই বাতাসে ভাসছিল, এমন কিছু করা হতে পারে যেন ভারত সবকটি ম্যাচ দুবাইয়ে খেলতে পারে। সেটি নিশ্চিত করতেই নাকি দলগুলোকে এভাবে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ