ঢাকা,মঙ্গলবার 19 March 2024, ৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

নওয়াজ শরিফ কারামুক্ত

সংগ্রাম অনলাইন : জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। একই সাথে তার মেয়ে মরিয়ম নওয়াজ ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফদারকেও মুক্তি দেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় আদালতের নির্দেশে তাদেরকে রাওয়ালপিন্ডির একটি কারাগার থেকে মুক্ত করে দেয়া হয়।

এর আগে বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে দণ্ডাদেশের রায় স্থগিত করে মুক্তি দেয়ার আদেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট।

দণ্ডাদেশের বিরুদ্ধে নওয়াজ শরিফের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

শরিফের ঘনিষ্ট বন্ধু মুশহীদুল্লাহ খান জানান, মুক্তির পর নওয়াজ শরিফকে কারাগার থেকে বরণ করতে ছুটে আসেন তার দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকরা। কঠোর নিরাপত্তার মধ্যে শরিফ ও তার পরিবারকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লাহোর শহরে যান তারা।

চলতি বছরের শুরুতে দুর্নীতির মামলায় নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজ ও মোহাম্মদ সফদারকে কারাদণ্ড দেয় দুর্নীতি প্রতিরোধ ট্রাইব্যুনাল।

তাদের তিনজনকে যথাক্রমে ১০ বছর, সাত বছর এবং এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

চলতি মাসের শুরুতে স্ত্রীর মৃত্যুর পর প্যারোলে মুক্তি পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

দুর্নীতির অভিযোগে গত বছর সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে। নওয়াজের বিরুদ্ধে লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট থাকার অভিযোগে রয়েছে। যা তিনি দুর্নীতি করা টাকা দিয়ে নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠে। সূত্র: ইউএনবি। 

অনলাইন আপডেট

আর্কাইভ