ঢাকা,মঙ্গলবার 19 March 2024, ৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

সংগ্রাম অনলাইন ডেস্ক:

রাজধানীর মিরপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আসাদুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত আসাদুল মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ ১০টি মামলা রয়েছে। আসাদুলের বাড়ি আগারগাঁও এলাকায়।

কথিত এই বন্দুকযুদ্ধে ২ জন র‌্যাব সদস্যও আহত হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) মধ্য রাতে মিরপুর বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল মালিক।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

এএসপি সাইফুল মালিক বলেন, ‘আজ দিবাগত মধ্য রাতে গোপনের তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের উদ্দেশে গুলি ছুঁড়ে। এতে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে অজ্ঞাত ওই ব্যক্তি নিহত হয়।’ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

তবে আহত ২ র‌্যাব সদস্যের পরিচয় ও নিহত ব্যক্তির নাম পরিচয় সম্পর্কে এখনও কিছু জানাতে পারেননি তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ