বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

পগবা ও মরিনহোকে ছেড়ে দিতে পারে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক : কোচ হোসে মরিনহো ও পল পগবার দ্বন্দ্ব আবার চরমে। মরিনহো এতোটাই চটেছেন যে, পগবাকে আর কখনোই ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কত্ব দেওয়া হবে না বলে পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।নিজের নেওয়া এই সিদ্ধান্তটা অনুশীলনে সবার সামনে ঘোষণাও করেছেন মরিনহো। স্বাভাবিকভাবেই কোচের এই আচরণে আরও ক্ষুব্ধ পগবা। ক্ষোভে-দুঃখে তিনি তাই আবার ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ইংল্যান্ডের পত্রিকা ‘দ্য সান’-এর দাবি, পগবা ইনাইটেড ছাড়তে প্রস্তুত। এরই মধ্যে আরেক খবর, ক্লাব ইউনাইটেড আসলে ছেড়ে দিতে চাচ্ছে পগবা-মরিনহো দুজনকেই।অবশ্য ক্লাব ইউনাইটেডের পক্ষ থেকে নয়, এই ধারণার কথাটা জানিয়েছেন লিভারপুলের সাবেক খেলোয়াড় জেমি রেডন্যাপ। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট কণ্ঠেই বলেছেন, আগামী গ্রীষ্মে পগবা-মরিনহো দুজনেই চলে যেতে পারেন।গপবার সঙ্গে কোচ মরিনহোর তিক্ততাটা তৈরি হয়েছে গত মৌসুমেই। সেই তিক্ততার সুবাদেই গত জানুয়ারিতে ইউনাইটেড ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন পগবা। মরিনহোও চাইছিলেন ফরাসি মিডফিল্ডারকে ছেড়ে দিতে। কিন্তু ক্লাব ইউনাইটেড কিছুতেই অমিয় প্রতিভার অধিকারী পগবাকে বিক্রি করতে রাজি ছিল না। তারপরও হয়তো পগবা চলেই যেতেন। কিন্তু পরিস্থিতিটা একটু হলেও পাল্টে দেয় বিশ্বকাপ। ক্লাবের হতাশাকে পেছনে ফেলে রাশিয়া বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছেন পগবা। 

অনলাইন আপডেট

আর্কাইভ