শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ভুটানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলের অনুশীলন

স্পোর্টস রিপোর্টার : ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ভুটানে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে অংশ নিতে বুধবার ভুটান পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল। গতকাল বৃহস্পতিবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। সকালে হালকা অনুশীলন করে তারা। এরপর বিকেলে কোচ গোলাম রাব্বানী ছোটনের তত্ত্বাবধানে একাডেমি মাঠে অনুশীলন করে। দলের সবাই সুস্থ্য আছে। পাকিস্তানের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়রা বেশ উজ্জীবিত। কোচ ছোটনও অনুশীলনে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট। এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে মৌসুমী-মারিয়াদের প্রতিপক্ষ নেপাল ও পাকিস্তান। ২৮ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হলেও ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে। এদিন বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। ৫ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ৭ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, স্বাগতিক ভুটান ও মালদ্বীপ।

অনলাইন আপডেট

আর্কাইভ