জগদীশপুর তুলা ফার্মের ৩৮ বছরের গেট বহাল রাখার দাবিতে মামলা
চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর বীজ বর্ধন খামারের ৩৮ বছরের পুরাতন ৩নং গেইট বহাল রাখার দাবিতে মামলা হয়েছে। খামার প্রতিষ্ঠাকাল থেকে দীর্ঘ ৩৮ বছর ধরে ব্যবহার করে আসা ৩নং গেটটি খামার কর্তৃপক্ষ কর্তৃক বন্ধ করে দেয়ার কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চেয়ে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলা করা হয়। যার নং পি.১০৭৮/১৮। জগদীশপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মির্জারপুর গ্রামের বরকত আলী বাদি হয়ে গত ২০ সেপ্টেম্বর মামলাটি করেছেন। মামলায় খামার ব্যবস্থাপক শেখ আল মামুন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ফোরম্যান আব্দুল কাইয়ুমকে বিবাদী করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী ২৩ অক্টোবরের মধ্যে চৌগাছা থানার ওসিকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেছেন। এদিকে গ্রামবাসীর দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে এবং ওই গেটটি (৩নং গেট) বহাল রাখতে গত বৃহস্পতিবার চৌগাছা উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে রেজুলেশন পাশ করা হয়। এই রেজুলেশনের কপি জেলা প্রশাসককে দেয়া হবে বলে জানা গেছে।