বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
Online Edition

আইআইইউসি’র শিক্ষক মোহাম্মদ রিয়াজ মাহমুদের পিএইচ.ডি ডিগ্রী লাভ

 

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং বেলটা চট্টগ্রাম চ্যাপ্টারের সমন্বয়ক মোহাম্মদ রিয়াজ মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ থেকে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেছেন। গত ১০ মে ও ৩১ মে ২০১৮ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের যথাক্রমে ২৩৫ তম এবং ৫১৫ তম সভায় তার পিএইচ. ডি ডিগ্রী অনুমোদন করা হয়। “টিচিং, রিডিং এন্ড রাইটিং স্কিলস টু দ্যা নন-লিটারেচার স্টুডেন্টস এট টারশিয়ারি লেভেল ইন বাংলাদেশ: এন এমপিরিকাল স্টাডি” শীর্ষক মোহাম্মদ রিয়াজ মাহমুদের এই গবেষণা কর্মের তত্তাবধায়ক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। 

মোহাম্মদ রিয়াজ মাহমুদ চট্টগ্রামের সাতকানিয়ার তালগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত উপ কর কমিশনার মোহাম্মদ ফয়েজ আহমেদ ও জিনাত জাহানের দ্বিতীয় সন্তান। তিনি সকলের দোয়াপ্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি।

 

অনলাইন আপডেট

আর্কাইভ