বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

টুকরো খবর

ফেনী সংবাদদাতা: চলতি বছরের ‘আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা’ শুক্রবার ফেনী, দাগনভূঞা ও সোনাগাজীর ৫ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফেনী সরকারী কলেজ, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, সোনাগাজীর বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজ ও দাগনভূঞার সিলোনীয়া হাই স্কুল কেন্দ্রে ৯ম বারের মত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার ৬ উপজেলার আড়াইশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ সহস্রাধিক শিশু-কিশোর মেধার লড়াইয়ে অংশ নেয়। এ মহতি উদ্যোগের সহযোগিতায় রয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন।
সংবাদ সম্মেলন
মাধবদী (নরসিংদী): পর পর তিন বারের নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আবু মনসুর সরকারের বিরুদ্ধে বানোয়াট, মিথ্যা, ষড়যন্ত্রমুলক ভিত্তিহীন সংবাদ সম্মেলনের বিরুদ্ধে গত ৫ অক্টোবর চরদিঘলদী বাজারে সংবাদ সম্মেলন করেন চরদিঘলদী ইউনিয়নের জনগণ। গত ৩ অক্টোবর একটি ভূয়া প্রত্যায়ন পত্রের প্রতিবাদে চরদিঘলদী ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আবু মনসুর সরকারের বিরুদ্ধে তার প্রতিপক্ষ এক সংবাদ সম্মেলন করেন। পরে গত শুক্রবার মিথ্যা ভিত্তিহীন এ সংবাদ সম্মেলনের বিরুদ্ধে চরদিঘলদী ইউনিয়নের জনগণ অপর একটি সংবাদ সম্মেলন করেন।
নবীন বরণ
সাপাহার (নওগাঁ): সাপাহার উপজেলার দিঘীর হাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।

অনলাইন আপডেট

আর্কাইভ