মিলানের হার
প্রকাশিত: শনিবার ২৭ অক্টোবর ২০১৮ | প্রিন্ট সংস্করণ
ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়া। তবে বৃহস্পতিবারের রাতটা ভালো কাটেনি এসি মিলানের। ঘরের মাঠে রিয়াল বেটিসের কাছে হেরে গেলে তারা।সান সিরোতে স্প্যানিশ ক্লাব বেটিসের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে এসি মিলান। দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোল হজম করে ইতালিয়ান জায়ান্টরা। শেষের দিকে এক গোল শোধ দিয়েও আর ম্যাচে ফিরতে পারেনি তারা। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে বেটিস। ইন্টারনেট।