শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

টেস্টে ঘুরে দাঁড়াতে চাই-অধিনায়ক মাসাকাদজা

স্পোর্টস রিপোর্টার : ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলেও টেস্টে ঘুরে দাড়াতে চায় জিম্বাবুয়ে। টাইগারদের কাছে বিধ্বস্ত হওয়ার এই স্মৃতি নিয়েই আজ সিলেটে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে সফরকারীরা। তবে ক্রিকেটের দীর্ঘতম এই সংস্করণে ঘুরে দাঁড়ানো কথা বললেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা। বাংলাদেশের বিপক্ষে এ নিয়ে খেলা ১৪ টেস্টের মধ্যে ৬টিতে জিতেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ জিতেছে ৫টিতে। ড্র হয়েছে ৩টি ম্যাচ। সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান অবশ্য টাইগারদের পক্ষেই কথা বলছে। দুই দলের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ চার টেস্টের চারটিই জিতেছে বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলনে তাই বাংলাদেশকে নিয়ে সমীহই ছিল মাসাকাদজার কণ্ঠে। অবশ্য বাংলাদেশকে ভালো দল মানলেও নিজেদের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি, ‘বাংলাদেশ দল খুব ভালো ক্রিকেট খেলে। তাদের টিম কম্বিনেশন দারুণ। তবে প্রথম টেস্টে আমরা ভালো করার চেষ্টা করবো।’ বাংলাদেশের কন্ডিশনের সাথে অনেকটা পরিচিত হলেও সিলেটে এর আগে কোন ফরম্যাটেই খেলেনি জিম্বাবুয়ে। ফলে সিলেটের কন্ডিশন সম্পূর্ণই অপরিচিত। তাই উইকেট দেখে খেলার পরিকল্পনা সাজাতে চান তিনি, ‘সিলেটের নতুন মাঠে উইকেট এখনও দেখা হয়নি। উইকেট দেখে খেলার পরিকল্পনা ঠিক করা হবে।’

অনলাইন আপডেট

আর্কাইভ