বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গায় ১ পরীক্ষার্থীর জন্য ১৩ জন দায়িত্ব পালন করলেন

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় একটি কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র বিষয়ে একজন পরীক্ষার্থীর জন্য পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন মাত্র ১৩ জন! ওই পরীক্ষার্থীর নাম আবদুল্লাহ আল শেহান। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত শনিবার উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় আবদুল্লাহ আল শেহান। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ওই পরীক্ষা কেন্দ্রে শনিবার পরীক্ষার্থীর সংখ্যা একজন হলেও এর জন্য দায়িত্বে ছিলেন ইউএনওর প্রতিনিধি হিসেবে উপজেলা বিআরডিবি কর্মকর্তা, কেন্দ্র সচিব ও হল সুপারসহ পাঁচজন শিক্ষক, কক্ষপরিদর্শক দুজন, একজন চিকিৎসক, দুজন পুলিশ এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী দুজন। এছাড়া অন্যান্য দিনের মতো পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়। কেন্দ্র সচিব ও উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, পরীক্ষার্থী মাত্র একজন হলেও আয়োজন ছিল শতভাগ। দায়িত্বে কোনো কমতি করা হয়নি। যার যার দায়িত্ব সবাইকে পালন করতে হয়েছে। জেএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল শেহান ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় অংশ নিলেও তার বাবা মারা যাওয়ার কারণে পরীক্ষা দেয়া বন্ধ করে দেয়। এ কারণে পুরনো সিলেবাস অনুযায়ী তাকে এ বছর অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে শনিবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নিতে হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ