ঢাকা, বৃহস্পতিবার 18 April 2024, ০৫ বৈশাখ ১৪৩০, ৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

তরিকুলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল

সংগ্রাম অনলাইন ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার অ্যাপেলো  হাসপাতালে এই দৃশ্য দেখা যায়।

তরিকুল ইসলাম রোববার বিকেল ৫টার দিকে অ্যাপেলো হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মির্জা ফখরুল কাঁদতে কাঁদতে বলেন, ‘তরিকুল ভাই এভাবে চলে যাবেন, মেনে নিতে পারছি না। আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না, ভাই নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান এবং তিনি ছিলেন জাতীয়তা দর্শনের আপাদমস্তক একজন নেতা।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘তরিকুল ভাই আমাদের নেতা ছিলেন। ৫০ বছর এক সাথে আমরা। মজলুম জননেতা তরিকুল ভাই আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন।’
সন্ধ্যা ৭টায় তরিকুল ইসলামের মরদেহ তার শান্তিনগরের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদনের পর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে পরিবারের সদস্যরা জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ