ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

সরকারের ইচ্ছায় আরেকটা একতরফা নির্বাচনের তফসিল: ফখরুল

সংগ্রাম অনলাইন ডেস্ক:

সরকারের ইচ্ছায় আরেকটা একতরফা নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।জনগণের আশা ও প্রত্যাশার বিরুদ্ধে কোনো নির্বাচন তারা অংশগ্রহণ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন।

সিইসির তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোট নেতাদের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

এর আগে সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ২৯ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে তা আগেই নির্ধারণ করে নির্বাচন কমিশন। তবে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা তফসিল ঘোষণা না করার অনুরোধ জানান।

তফসিল ঘোষণা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, জনগণের আশা ও প্রত্যাশার বিরুদ্ধে কোনো নির্বাচন তারা গ্রহণ করবেন না।

বিএনপি নেতা বলেন, ‘একতরফা নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যেখানে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।’

অনলাইন আপডেট

আর্কাইভ