শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জাতীয় হ্যান্ডবল কাল শুরু

স্পোর্টস রিপোর্টার : এক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা ৩৩ দলের অংশগ্রহণে আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে। খেলাগুলো তিনটি ভেন্যুতে অনুষ্টিত হবে। ভেন্যুগুলো হচ্ছে: শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যন্ডবল স্টেডিয়াম, শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়াম ও পল্টনস্থ আউটার স্টেডিয়াম। 

অংশগ্রহণকারী দলগুলো আটটি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম পর্বের খেলায় অংশ নিবে। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। তিনি জানান, পুরুষ প্রতিযোগিতা শেষ হবার পরপরই ১২ জানুয়ারি মহিলা হ্যান্ডবলের খেলাও শুরু হবে। টুর্নামেন্টের পুরুষ ও নারী বিভাগের ব্যয় মিলিয়ে বাজেট ধরা হয়েছে ২৫ লাখ টাকা। যার পুরোটাই দিচ্ছে পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংক লিমিটেড। প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ইন্সিওরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। এ সময় এক্সিম ব্যাংকের পরিচালক নুরুল আমিন ফারুক উপস্থিত থাকবেন। প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় অংশ নিবে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা বনাম দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা।

অনলাইন আপডেট

আর্কাইভ