শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হামদর্দে চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রূপায়ন ট্রেড সেন্টারের হামদর্দ প্রধান কার্যালয় মিলনায়তনে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর চিকিৎসা কেন্দ্রগুলোতে কর্মরত চিকিৎসকদের সেবার মান আরো উন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক বৈজ্ঞানিক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়।  হামদর্দের পরিচালক বিপণন ও বিক্রয় হাকীম সাইফউদ্দিন মুরাদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। দিনব্যাপী সাইন্টিফিক উক্ত কর্মশালায় বিশেষজ্ঞ বক্তাগণ চিকিৎসকদের সেবার মান উন্নয়নে বিষয় ভিত্তিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, উপ-পরিচালক মেডিকেল ডাঃ আবুল তৈমুর চৌধুরীসহ চিকিৎসক ও হামদর্দের বিপণন বিভাগের কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ