শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের অনুশীলন ক্যাম্প শুরু

স্পোর্টস রিপোর্টার : ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট বিরতি রেখে জাতীয় দল গঠনের জন্য পাঁচদিনের ফুটবলার বাছাই ক্যাম্প শুরু হয়েছে। ১২ নভেম্বর থেকে ২০ নভেম্বর ফিফা উইন্ডো। এই সময়ে ফুটবল খেলুড়ে দেশগুলো অন্য দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। বাংলাদেশেরও কথা ছিল প্রীতি ম্যাচ খেলার। কিন্তু প্রতিপক্ষ না পাওয়ায় সেটি সম্ভব হয়নি। তাই এই সময়ে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাছাই করা ২৪ জন ফুটবলারকে নিয়ে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সেই ক্যাম্প।কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কোচ জিমি ডে’র তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।২০২০ সালের এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী বছরের ২২ থেকে ২৬ মার্চ। বাহরাইনে অনুষ্ঠিতব্য এই বাছাইপর্বে অংশ নিবে বাংলাদেশ দল। বাছাইপর্বে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফিলিস্তিন, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাহরাইনকে।

 ক্যাম্পে ডাক পাওয়া ২৪ ফুটবলারগন হলেন : গোলরক্ষক : মোহাম্মদ নাইম, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রিতম, আনিসুর রহমান জিকু। ডিফেন্ডার : টুটুল হোসেন বাদশা, মনির হোসেন, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, রবিউল হাসান, সুশান্ত ত্রিপুরা।মিডফিল্ডার : বিপলু আহমেদ, মো. আল আমিন, আরিফুর রহমান, মাসুদ উদ্দিন আহমেদ চৌধুরী, জসিম উদ্দিন সুজন, মাসুক মিয়া জনি, সোহানুর রহমান। ফরোয়ার্ড : জাফর ইকবাল, মো.স্বাধীন, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল ও মো. ইব্রাহিম।

অনলাইন আপডেট

আর্কাইভ