শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

নীলফামারীতে তিন জামায়াত নেতার মনোনয়ন ক্রয়

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীতে তিন জামায়াত নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র ক্রয় করেছেন। এ তিন জামায়াত নেতা হলেন, নীলফামারী-০৩ (জলঢাকা-কিশোরগঞ্জ) আসনে প্রার্থী হিসাবে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ আজিজুল ইসলাম, নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আব্দুস সাত্তার ও  নীলফামারী-২ (সদর) আসনের জন্য জেলা জামায়াতের নায়েবে আমীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু। মঙ্গলবার দুপরে জলঢাকা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় কাছ থেকে অধ্যক্ষ আজিজুল ইসলামের পক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেন জলঢাকা উপজেলা জামায়াত নেতা জলঢাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ। অধ্যক্ষ আব্দুস সাত্তারের পক্ষে ডোমার উপজেলা নির্বাচন অফিসারের অফিস থেকে মনোনয়ন পত্র ক্রয় করেন ডোমার উপজেলা জামায়াতের আমীর ও ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম। এদিকে মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু নিজে বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এদিকে নীলফামারী-১ আসনের জন্য গতকাল মনোনয়ন পত্র সংগ্রহ করেন  বেগম খালেদা জিয়ার বড় বোন সালমা ইসলামের স্বামী  অধ্যাপক রফিকুল ইসলাম।

অনলাইন আপডেট

আর্কাইভ