বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সুন্দরবনে হরিণের মাংস মাথা ও চামড়া উদ্ধার

খুলনা অফিস (১২ নবেম্বর) : সুন্দরবনে জবাই করা হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার করা হয়েছে। রোববার (১১ নভেম্বর) সকালে কোস্ট গার্ড বাহিনীর পশ্চিম জোনের বিসিজি স্টেশন হারবারিয়ার একটি টহল দল মোংলা উপজেলার সুন্দরবনের মিরগামারী খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থান থেকে জবাই করা হরিণের মাংস ১০ কেজি, একটি হরিণের মাথা এবং একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। উদ্ধার করা হরিণের মাংস, মাথা এবং চামড়া চাঁদপাই ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারীরা হরিণ শিকার করে মাংস ও চামড়া ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রি করে, যা সুন্দরবনের জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হুমকিস্বরূপ।

অনলাইন আপডেট

আর্কাইভ