শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পিকনিকে সুন্দরবনে যেতে হবে নইলে এসএসসি পরীক্ষার ফরম পুরণ হবে না!

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা (১০ নবেম্বর) : পিকনিকে সুন্দরবন যেতে হবে, অন্যথায় এসএসসি পরীক্ষার ফরম পুরণ হবে না!
ঘটনা সাংবাদিকদের জানালে কঠিন শাস্তির ঘোষণা দিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে এমন বিস্ময়কর শর্ত জুড়ে ফরম পুরণের নির্দেশ দিয়েছে বরিশাল বোর্ডের অধীনে উপজেলা সদরের একমাত্র গার্লস স্কুল শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়। 
এব্যাপারে ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এমন কোন সিদ্ধান্তের ব্যাপারে তার সাথে কেউ আলোচনাও করেনি। বোর্ড ফি নিয়ে ফরম পুরণ করতে পারবে শিক্ষার্থীরা। এক টাকাও বেশি নেয়া হবে না।
সকল প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে ইউএনও বিপুল চন্দ্র দাস আরও বলেন, অন্তত ৫ বছর একজন শিক্ষার্থী একটি স্কুলে পড়লে তার ভাল রেজাল্ট করতে সকল শিক্ষকদের এমনিতেই ওই শিক্ষার্থীদের সহযোগীতা করা উচিত। এখানে বাণিজ্যিক মনোভাব পরিহার করা উচিত।
ওই শিক্ষার্থীর ভাল ফলাফলে স্কুলেরও সুনাম হয়। তাছাড়া এমনতো নয়, যে সরকার ওই দুই-তিন মাসের জন্য শিক্ষকদের-কোন বেতন দেয়া হয় না।
সকল অভিযোগের ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন, জানিয়ে বলেন কোন পিকনিকে যাওয়া হবে না।

অনলাইন আপডেট

আর্কাইভ