শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গায় চারদিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর সংবাদদাতা, ১৬ নবেম্বর: “নির্বিঘ্নে ও নিশ্চিন্তে, আয়কর রিটার্ন দিন করমেলাতে”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায়  চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে  চুয়াডাঙ্গা এ্যাসোসিয়েশন হল চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
চুয়াডাঙ্গা উপকর কমিশনারের কার্যালয়, সার্কেল-৯, চুয়াডাঙ্গা কর অঞ্চল-খুলনার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার  মুহিতুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, এ্যাডভোকেট সেলিম উদ্দিন খান ও এ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গার সহকারি কর কমিশনার উপল বিশ্বাস।
চার দিনব্যাপী এই মেলায় মোট ৮টি ষ্টল খোলা হয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলায় টিন রেজিষ্ট্রেশন/ রি-রেজিষ্ট্রেশন, নতুন করদাতাদের টিন সনদ প্রদান, নাম্বার খোলা, রিটার্ন দাখিল, ব্যাংক বুথে আয়কর প্রদানসহ আয়কর বিষয়ক বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ