শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কাপাসিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা: ‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কাপাসিয়া উপজেলা ডায়াবেটিক সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে। এ উপলক্ষে ১৪ নভেম্বর বুধবার দিনব্যাপি পোস্টার, লিফলেট বিতরণ, র‌্যালি ও মতবিনিময় সভা হয়েছে।
জনসচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ হাসান জামিল কল্লোল, ইঞ্জিনিয়ার হামিদুল হক, উপজেলা ডেন্টাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডেন্টিস এমদাদুল হক, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, আব্দুল হালিম খোকন, নার্সেস এসোসিয়েশনের সভাপতি নাজমা সুলতানা, আব্দুল কাদির ফকির, আলাউদ্দিন শেখ, মনিরুজ্জামান মনির, ডাঃ  জুলকার নাঈম ইবনে নোমান, ডাঃ আরিফিন খান প্রমূখ। সভায় বক্তারা ডায়াবেটিসের ঝুঁকি মোকাবেলায় ব্যক্তিগত ও পরিবারিক পর্যায়ে নিয়মমেনে চলা ও সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ