শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চৌদ্দগ্রামে জামায়াত নেতার বাড়ি ঘর ভাংচুর করেছে পুলিশ

কুমিল্লা অফিস : কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামে নির্বাচিত কাউন্সিলর ফরিদ উদ্দিন বাদশা ও জামায়াত কর্মী হেলাল উদ্দিনের বাড়িতে বুধবার রাতে পুলিশ কর্তৃক ভাংচুরের অভিযোগ করেছেন জামায়াতের  কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ২৩ দলীয় জোটের প্রার্থী সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের।

 বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডাঃ তাহের বলেন, বুধবার রাতে কাউন্সিলর ও জামায়াত নেতা ফরিদ উদ্দিন বাদশাকে খুঁজতে যায় থানা পুলিশ। তাকে না পেয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এরপর একই স্টাইলে একই গ্রামের জামায়াত কর্মী হেলাল উদ্দিনের ঘরেও ভাংচুর চালায় পুলিশ। এছাড়াও নির্বাচনের আগে বাড়িতে না থাকতে পুলিশ তাদেরকে হুমকি দেয়ার অভিযোগ করেছেন তিনি। 

ডাঃ তাহের আরও উল্লেখ করেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছুই  চৌদ্দগ্রামে দেখা যাচ্ছে না। আ’লীগকে নির্বিঘেœ নির্বাচনী কাজ করতে দিলেও পুলিশ ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কোন কাজ করতে দিচ্ছে না। যেখানেই নেতাকর্মীরা জড়ো হচ্ছে পুলিশ সেখানেই বাধা দিচ্ছে। অবিলম্বে নির্বাচন কমিশনকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ