মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
Online Edition

কমনওয়েলথ কারাতেতে নুরুজ্জামানের রৌপ্য জয়

স্পোর্টস রিপোর্টার: দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত ‘নবম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ-২০১৮’ তে রৌপ্য জিতেছেন বাংলাদেশের সৈয়দ নুরুজ্জামান সিনথিয়া। পুরুষদের ভ্যাটার্ন কাতা (৩৫ বছর+) বিভাগে তিনি রৌপ্য জিতেন। এই বিভাগে স্বর্ণ জিতেছেন দক্ষিণ আফ্রিকার বিয়াজিওনি স্টেফ। বিয়াজিওনি মূলত ইতালিয়ান, খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে। ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ আফ্রিকার নায়ার পরমল ও মরিশাসের ওয়ং লিউং চিন ওয়ং ইন মিং। পুরুষদের ভ্যাটার্ন কাতা (৩৫ বছর+) বিভাগের মূলপর্বে ৩টি দেশের (দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও মরিশাস) ১০ জন উত্তীর্ণ হন। তার মধ্যে রৌপ্য জিতেন বাংলাদেশের সৈয়দ নুরুজ্জামান সিনথিয়া। তিনি ২০১৫ সালে ভারতে অনুষ্ঠিত অষ্টম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে দলগত কাতায় রৌপ্য জিতেছিলেন।  দক্ষিণ আফ্রিকা থেকে সিনথিয়া বলেন, স্বর্ণ জিততে না পারায় খারাপ লাগছে। আমি মনে করি নিশ্চিত একটি স্বর্ণজয়ের সুযোগ হাতছাড়া করলাম আমি ভ্রমণ ক্লান্তির কারণে।

অনলাইন আপডেট

আর্কাইভ