শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হা সি পা য়

#  ফুটপাতে এক হকার ভিড়ের মাঝ থেকে জোরে জোরে আওয়াজ করছে-

“নিয়া যান নিয়া যান। অমূল্য সম্পদ। মাত্র দশ টাকায় সারা জীবন বইসা খাইতে পারবেন।”

ভিড়ের ঠেলাঠেলির মাঝে এক পথচারী চরম কৌতূহল নিয়ে হকারের কাছে গিয়ে বললো, এই লও দশটাকা। কী আছে দেও। আমি সারা জীবন বইসা খাইতে চাই।

হকার তার পোটলা থেকে একটা কাঠের পিঁড়ি দিয়ে বললো, এই লন সাহেব, সারা জীবন বইয়া খাইয়েন। 

সংগ্রহে : সজীব আহমেদ, মিরপুর, ঢাকা 

 

# ১ম বন্ধু : আমার জীবনে একটা ইচ্ছাও পূরণ হলো না। তোর কোনো ইচ্ছা পূরণ হয়েছে?

২য় বন্ধু : হ্যাঁ হয়েছে, ছোটবেলায় স্যারের হাতে চুলটানা খেতে খেতে ভাবতাম, চুলগুলো না থাকলেই বুঝি ভালো হতো।

এখন দেখ, আমার মাথায় একটাও চুল নেই।

 

সংগ্রহে: নূরুন্নাহার, বরগুনা, বরিশাল

অনলাইন আপডেট

আর্কাইভ