শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশন এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশন (বিএসবিআরএ) এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা ২০১৮ ওয়াল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হল ১০২,১০৩ আগ্রাবাদ বা/এ চট্টগ্রাম এ ০৮ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিএসবিআরএ’র নির্বাহী কমিটির প্রেসিডেন্ট মো: আবু তাহের। উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট আবু তাহের বার্ষিক প্রতিবেদন ২০১৭-২০১৮ পেশ করেন। প্রতিবেদনের উপর মুক্ত আলোচনায় জেনারেল বডির সম্মানিত সদস্য মাষ্টার আবুল কাশেম, লিয়াকত আলী চৌধুরী, মো: শাহজাহান বক্তব্য রাখেন। নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে এম রহমান, এন ইউ এম জাহাঙ্গীর চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আমজাদ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন। সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিতে ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট অনুমোদন করা হয়। সভায় ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। সভাপতির বক্তব্যে প্রেসিডেন্ট মো: আবু তাহের বিএসবিআরএ এসোসিয়েশনের সকল সম্মানিত সদস্যদেরকে তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিন গুলোতে এসোসিয়েশনের উন্নতির জন্য তিনি সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। বিএসবিআর ভাইস প্রেসিডেন্ট আমজাদ হোসেন চৌধুরী বলেন, এসোসিয়েশনের সম্মানিত সদস্যদের অংশ গ্রহনের ফলে বার্ষিক সাধারণ সভা ২০১৮ সফল হয়েছে। তিনি সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সাধারণ সভা ২০১৮ এর সমাপ্তি ঘোষণা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ