শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষুশিবির

যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে সিরাজগঞ্জের কাজিপুরে কাজিপুর আর ডি উচ্চ বিদ্যালয় মাঠ ও সোনামুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ এ পৃথক দুটি বিনামূল্যে চক্ষু, গাইনী,ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। উক্ত দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুশাররফ হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের আশপাশের শাখা সমুহের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উক্ত দুটি ক্যাম্পে প্রায় ৬৭৩২ জন রোগীর চিকিৎসাসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৭২১ জন চক্ষু রোগীকে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

তেকানী ইউপি মাঠ : যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে সিরাজগঞ্জের কাজিপুরে  তেকানী ইউনিয়ণ পরিষদ মাঠ ও নাটুয়ার পাড়া ডিগ্রী কলেজ মাঠ এ পৃথক দুটি বিনামূল্যে চক্ষু, গাইনী,ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। উক্ত দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে  মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুশাররফ হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের আশপাশের শাখা সমুহের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উক্ত দুটি ক্যাম্পে প্রায় ৬৫৪৮ জন রোগীর চিকিৎসাসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৬৯৮ জন রোগীকে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ