শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রংপুর-৩ আসনে রিটা রহমানের পাশে বিএনপি

রংপুর অফিস : অবশেষে রংপুর-৩ সদর আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টি অব বাংলাদেশ (এনপিপিবির) এর চেয়ারম্যান রিটা রহমানকে মেনে নিয়েছেন রংপুর বিএনপির বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা।
সোমবার  রাতে কয়েক ঘন্টার সমঝোতা বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্যটি নিশ্চিত করেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু। এর আগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে বৈঠকে অংশ নেন ধানের শীষ প্রতীকের প্রার্থী রিটা রহমান। এসময় সাধারণ স¤পাদক শহিদুল ইসলাম মিজু, সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু ,মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা সাধারণ সম্পাদক ঝন্টু , মহানগর যুবদলের সাংগঠনিক স¤পাদক জহির আলম নয়ন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর ছাত্রদলের সভাপতি নুর আরেফিন সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ স¤পাদক মুনতাসির মামুন মুন্নাসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে শহিদুল ইসলাম মিজু জানান, বিএনপি চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবাই একমত হয়েছেন।
অন্যদিকে রিটা রহমান জানান, আমি রংপুরের মেয়ে। রংপুরের মানুষের প্রতি আমার টান রয়েছে। আমার বাবা (মশিয়ূর রহমান যাদু মিয়া, জিয়াউর রহমানের মন্ত্রী সভার সিনিয়র মন্ত্রী ) এদেশের জন্য, রংপুরের জন্য কাজ করে গেছেন। আমিও জনগণের সেবা করতে চাই। বিএনপির নেতা-কর্মীরা আমার পাশে থেকে ধানের শীষের জয়ের জন্য ভোটযুদ্ধের থাকতে চেয়েছেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর কেন্দ্র থেকে রংপুর-৩ আসনে রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনকে বাদ দিয়ে এনপিপিবির চেয়ারম্যান রিটা রহমানকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে চূড়ান্ত প্রার্থী ঘোষনা  করা হলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ফুঁসে উঠে। ঐ রাতেই রিটা রহমানকে সরিয়ে নিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করে আল্টিমেটাম দেয় দলটির বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। পর দিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিভাগীয় সাংগঠনিক স¤পাদক আসাদুল হাবীব দুলুর কুশপুত্তলিকা দাহ করেন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

অনলাইন আপডেট

আর্কাইভ