ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

বিএনপি নেতা দুলু গ্রেপ্তার

সংগ্রাম অনলাইন ডেস্ক:

নির্বাচন কমিশন (ইসি) থেকে দুই দফায় মনোনয়নপত্র বাতিলের পর হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পাওয়ার একদিনের মাথায় আজ রাজধানীর গুলশান থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

আদালতে একটা মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।

জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম রানা বলেন,

‘আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে দুলুকে আটক করা হয়। ডিবি পুলিশ পরিচয়ে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

পরে দুলু প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। কিন্তু আপিলেও টেকেনি মনোনয়ন। শেষে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন বিএনপির এই প্রার্থী। সোমবার হাইকোর্ট তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেয়। এর একদিনের মাথায় গ্রেপ্তার হলেন তিনি।

-এনটিভি অনলাইন

অনলাইন আপডেট

আর্কাইভ