শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ব্যাটসম্যানদের ম্যাচে বড় লিড পূর্বাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষে ১৭৯ রানের বড় লিড পেয়েছে পূর্বাঞ্চল। রাজশাহীতে উত্তরাঞ্চলের বিরুদ্ধে ব্যাটসম্যানদের দারুন ফর্মে এই লিড পেয়েছে মুমিনুল হকের দল। যদিও উত্তরাঞ্চলের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন আবু জায়েদ রাহী। রাজশাহীতে প্রথম ইনিংসে আশরাফুল ও রনি তালুকদারের ব্যাটে ভর দিয়ে ৪৬৬ রানে করেছিল পূর্বাঞ্চল। আবু জায়েদ রাহীর ৬ উইকেটের কল্যাণে প্রথম ইনিংসে উত্তরাঞ্চলকে ৩৭৭ রানে অলআউট করেছে পূর্বাঞ্চল। উত্তরের হয়ে ২৪৩ বলে ৮ চারে সর্বোচ্চ ১০০ করেন নাঈম ইসলাম। অবশ্য ফিফটির দেখা পেয়েছেন আরো চারজন। জহুরুল ইসলাম (৬৫), জুনায়েদ সিদ্দিকী (৫১), ফরহাদ হোসেন (৬৫) ও ধীমান ঘোষ (৬৮) অর্ধশতকের দেখা পান।

প্রথম ইনিংসের ৮৯ রানের লিডকে ১৭৯ রানে নিয়ে তৃতীয় দিন শেষ করেছে পূর্বাঞ্চল। দ্বিতীয় ইনিংসে হাতে ৮ উইকেট নিয়ে ৯০ রানে শেষদিনে মাঠে নামবে মুমিনুল হকের দল।

চট্টগ্রামে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল সমান সমান: চট্টগ্রামে তৃতীয় দিন শেষে সমান অবস্থানে আছে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল। জয়ের পাল্লা সমানভাবে অবস্থান করছে। যে কোনো দলই জয় পেতে পারে। তবে শেষ দিনে মাঠে গড়িয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের রান পাওয়ায়। ৫ উইকেট হাতে নিয়ে ৪৪ রানের লিড পেয়েছে মধ্যাঞ্চল। চট্টগ্রামে প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের করা ৩৯৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮০ রানে তৃতীয় দিন শেষ করেছে মধ্যাঞ্চল। লিড ৪৪ রানের। প্রথম ইনিংসে ২৬১ রান করেছিল তারা। দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চলের আশার আলো হয়ে জ্বলছেন অধিনায়ক শুভাগত হোম। ৫৫ রানে অপরাজিত আছেন তিনি। ৩৯৭ রানে গুটিয়ে যাওয়ার আগে অর্ধশতকের দেখা পেয়েছেন চার ব্যাটসম্যান। দলীয় সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন তুষার ইমরান। এছাড়াও ফিফটি প্লাস ইনিংস খেলেন আনামুল হক (৭৭) ফজলে মাহমুদ (৭৪) ও রকিবুল হাসান (৬৫)।

অনলাইন আপডেট

আর্কাইভ