শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

এবার ইস্তফা দিচ্ছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী!

১৬ ডিসেম্বর, বিবিসি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরপ্রশাসন থেকে একে একে বেরিয়ে যাচ্ছেন হাইপ্রোফাইল ব্যক্তিরা। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিনকে। চলতি বছরের শেষের দিকে রায়ান জিনকে তার পদ থেকে ইস্তফা দেবেন। এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় এ কথা জানান তিনি। 

টুইট বার্তায় রায়ান জিনকে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তিনি (জিনকে) ‘তার মেয়াদে অনেক কিছু অর্জন’ করেছেন। 

আগামী সপ্তাহে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, সাবেক নেভি সিল ও মন্টানার সাবেক কংগ্রেসম্যান জিনেকের বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ