শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ইউনাইটেডে ফিরেছেন সুলশার

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেয়াকে ‘নিজ গৃহে প্রত্যাবর্তন’ হিসেবে অভিহিত করেছেন উলে গুনার সুলশার। গত বৃহস্পতিবার এমইউটিভিকে নিজের প্রতিক্রিয় ব্যক্ত করার সময় এ কথা বলেন রেড ডেভিলদের এই অস্থায়ী কোচ। হোসে মরিনহো বরখাস্ত হবার পর তাকে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছে প্রিমিয়ার লীগ জায়ান্টরা। খেলোয়াড়ি জীবনে ১১ বছর ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন ৪৫ বছর বয়সি সুলশার। এ সময় তিনি ম্যাচ খেলেছেন ৩৬০টি। ১৯৯৯ সালে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের সময় দলের হয়ে নাটকীয় এক গোল করেছিলেন তিনি। ওই মৌসুমে ট্রেবল জয়ের ইতিহাস রচনা করে ইউনাইটেড। সুলশার বলেন,‘ আমার মনে হচ্ছে নিজ বাড়ীতেই যেন ফিরে এসেছি। ঘুর্নিঝড়ের মত খুবই অস্থির কয়েকটি দিন কাটাতে হবে।’ গত মঙ্গলবার হোসে মরিনহোকে বরখাস্ত করে ইউনাইটেড। এর আগে প্রায় আড়াই বছর সেখানে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। মরিনহোর বিদায়কালে ঘরোয়া লীগে খুবই নাজুক অবস্থানে রয়েছে ইউনাইটেড। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা ক্লাবটি শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৯ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে। মৌসুমের শেষভাগ পর্যন্ত ক্লাবের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন সুলশার। এ সময়ের মধ্যে নতুন একজন স্থাীয় কোচ খুঁজে বের করবে প্রিমিয়ার লীগ জায়ান্টরা। ওই দৌঁড়ে এগিয়ে আছেন টোটেনহ্যামের হেড কোচ মরিসিও পচেত্তিনহো। সুলশার বলেন,‘ আমি এই দায়িত্ব উপভোগ করব মাত্র ছয় মাস। ক্লাব নিজস্ব প্রক্রিয়ায় পরবর্তী কোচ খুঁজে বের করবে। সুতরাং ওই সময়টুকুতে আমি নিজেকে এই কাজে নিয়োজিত রাখব।’ আজ শনিবার কার্ডিফের বিপক্ষে ম্যাচে প্রথম কোচের ভুমিকা পালন করবেন তিনি। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ