শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বার্সায় কলম্বিয়ার ডিফেন্ডার মুরিও

ভালেন্সিয়ার কলম্বিয়ান ডিফেন্ডার জেইসন মুরিওকে ধারে চলতি মৌসুমের শেষ পর্যন্ত দলে টেনেছে বার্সেলোনা। বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে এই তথ্য জানায় কাতালান ক্লাবটি। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, ছয় মাসের এই চুক্তির জন্য ভালেন্সিয়াকে ২০ লাখ ইউরো দিতে হচ্ছে লা লিগা চ্যাম্পিয়নদের। চুক্তিতে সুযোগ রাখা হয়েছে মুরিওকে পাকাপাকিভাবে কাম্প নউয়ে রেখে দেয়ারও। তবে সেজন্য বার্সেলোনাকে গুনতে হবে ২ কোটি ৫০ লাখ ইউরো। দলের দুই সেন্টারব্যাক বেলজিযামের টমাস ভারমালেন ও ফ্রান্সের সামুয়েল উমতিতির চোট প্রবণতার জন্য কোচ এরনেস্তো ভালভেরদে আগেই জানিয়েছিলেন যে জানুয়ারির শীতকালীন দল-বদলে একজন ডিফেন্ডার দলে টানতে চান। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে চলতি মৌসুমের শুরুর দিকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকা ভারমালেন লা লিগায় লেভান্তের মাঠে বার্সেলোনার সবশেষ ম্যাচে আবারও চোট পান। এবারে এক মাসের জন্য ছিটকে গেছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। কলম্বিয়া জাতীয় দলের হয়ে ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকাতে খেলার অভিজ্ঞতা আছে মুরিওর। চলতি মৌসুমে ভালেন্সিয়ার হয়ে মাত্র একবারই মাঠে নেমেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ