মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

ইবতেদায়িতে খুলনায় দারুল কুরআন সিদ্দিকীয়া জেডিসিতে আলিয়া কামিল মাদরাসা শীর্ষে

খুলনা অফিস : ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে এ বছর খুলনা জেলায় প্রথম হয়েছে দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা এবং জেডিসিতে প্রথম হয়েছে খুলনা আলিয়া কামিল মাদরাসা।    

প্রাপ্ত তথ্য মতে, এ বছর খুলনা জেলায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে খুলনা আলিয়া কামিল মাদরাসা। এ মাদরাসা থেকে জেডিসিতে ৮৬ জনের মধ্যে পাস করেছে ৭৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৪ ভাগ। দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসায় ৭৪ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন, পাস করেছে ৭৩ জন এবং পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৬৫ ভাগ। এছাড়া তালিমুল মিল্লাত রহমতিয়া ফাজিল মাদরাসায় ৭০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, মোহাম্মদ নগর মহিলা ফাজিল মাদরসায় ৫৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, নেছারিয়া কামিল মাদরাসায় ৭১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, মিরেরডাঙ্গা ইসলামীয়া আলিম মাদরসায় ৬০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন এবং খান-এ সবুর মহিলা ফাজিল মাদরাসায় ৬৫ জন অংশ নিয়ে পাস করেছে ৬১ জন। এদিকে শিরোমনি আলিম মাদরাসায় ৫০ জনের মধ্যে পাস করেছে ৪৪ জন, জামিরা বাজার ফাজিল মাদরাসায় ২৭ জনের মধ্যে পাস করেছে ২১ জন, আল-ফারুক সোসাইটি দাখিল মাদরাসায় ২২ জনের মধ্যে পাস করেছে ১২ জন, মোহাম্মদ নগর দাখিল মাদরাসায় ৪২ জনের মধ্যে পাস করেছে ৩৩ জন, দৌলতপুর আলিম মাদরাসায় ৪৪ জনের মধ্যে পাস করেছে ৪১ জন, আটলিয়া আলিম মাদরাসায় ৪১ জনের মধ্যে ৩৯ জন পাস করেছে , রেলওয়ে দাখিল মাদরাসায় ৪৬ জনের মধ্যে পাস করেছে ৪১ জন, টুটপাড়া আহমাদিয়া দাখিল মাদরাসায় ২২ জনের মধ্যে পাস করেছে ১৯ জন ।  এদিকে দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসায় ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৭৩ জনের সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। তানযীমুল উম্মাহ মাদরাসায় ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৭২ জনের মধ্যে পাস করেছে ৫৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। খুলনা আলিয়া কামিল মাদরাসায় ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৪৩ জনের মধ্যে পাস করেছে ৪৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন। 

দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বলেন, ‘ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে খুলনা জেলায় প্রথম স্থান অর্জন করেছে। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এ সফলতা বয়ে এনেছে।’ খুলনা আলিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ আ খ ম যাকারিয়া বলেন, ‘জেডিসিতে খুলনা জেলায় প্রথম স্থান অর্জন করেছি। প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রচেষ্টায় জেডিসিতে ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।’

অনলাইন আপডেট

আর্কাইভ