শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

মণিরামপুরে শতভাগ বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্যোগ

নিছার উদ্দীন খান আযম, মণিরামপুর (যশোর) ৯ জানুয়ারি: কাঁধে ঝুলিয়ে ছিঁয়ে বাকের দুই পাশে থাকা ঝুড়িতে কিংবা ভ্যান-বাইসাইকেল যোগে রকমারি পসরা সাজিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রির দৃশ্য হরহামেশাই চোখে পড়ে। কিন্তু নতুন বিদ্যুৎ সংযোগ দিতে ফেরিওয়ালার বেশে বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন বিদ্যুত অফিসের লোকজন। এ যেন এক অভাবনীয় দৃশ্য। এমন অভিব্যক্তি ব্যক্ত করছিলেন বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়া যশোরের মণিরামপুরের জালঝাড়া গ্রামের তরিকুল ইসলাম। কুয়াদাহ গ্রামের মোশাররফ হোসেন বলছিলেন, বাড়িতে আসা মাত্রই মিটার ক্রয়ের টাকাসহ অফিসের আনুসঙ্গিক অর্থ পরিশোধ করা মাত্রই বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছেন তিনি। 

শতভাগ বাড়িতে বিদ্যুতের আলো ছড়িতে দিতে এমনই কার্যক্রম হাতে নিয়ে   বাস্তবায়ন করে চলেছে যপবিস-২ (যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২) কর্তৃপক্ষ। অগ্রভাগে আলোর ফেরিওয়ালা লেখা সম্বলিত ভ্যানযোগে একজন ওয়েরিং ইন্সপেক্টর ও একজন লাইন ম্যান মনিরামপুরের প্রত্যন্ত গ্রামে ছুটে চলেছেন বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দিতে। এসময় কথা হয় টিমের নেতৃত্বে থাকা যপবিস-২ এর এজিএম (অপারেশন এন্ড মেইনট্যানেন্স) মোঃ নাজিম হোসাইনের সাথে। তিনি জানান, যপবিস-২ এর আওতায় সদর দপ্তরসহ ৭ টি উপকেন্দ্র হতে গত রোববার হতে প্রতিদিন ৮টি ভ্যান নতুন বিদ্যুৎ সংযোগ দিতে ছুটে চলেছে গ্রামে।

যপবিস-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা জানান, দালালের খপ্পরে পড়া গ্রাহক হয়রানি প্রতিরোধে, সেবার মান বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। শতভাগ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ