শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আবারও হাসপাতালে ম্যারাডোনা

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা পাকস্থলীর রক্তক্ষরণে জানুয়ারির শুরুতে হাসপাতাল ঘুরে এসেছেন। একই কারণে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এবার তাকে যেতে হচ্ছে অস্ত্রোপচারের টেবিলেও! শনিবার জরুরি ভিত্তিতে বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে ভর্তি করা হয় ম্যারাডোনাকে। অস্ত্রোপচারের জন্য সময় লাগবে এক ঘণ্টা। অস্ত্রোপচার না করালে ৫৮ বছর বয়সী ম্যারাডোনার ভবিষ্যতে অবস্থা আরও জটিল হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সের কাছে শঙ্কা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের মতে, ‘হার্নিয়ায় সমস্যার কারণে এই রক্তক্ষরণ। এটা এখনও জটিল নয়। অস্ত্রোপচার করালে সামনে তার আর সমস্যা হবে না।’ ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সাবেক এই অধিনায়ক বর্তমানে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল দেরাদোস ডে সিনালোয়ার কোচিংয়ের দায়িত্বে আছেন।ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ