শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পোনাবালিয়া আবাসনে খড়ের মধ্যে রেখে মাদক বিক্রি

ঝালকাঠি সংবাদদাতা : শীতকালের শেষের দিকে আমন ধান কেটে ব্যস্ততায় দিন কাটাচ্ছে কৃষক ও তাদের পরিবার। এ জন্য গ্রামের কৃষকবাড়ির সামনে বা পিছনে খড় (ধানের কুটা) থাকছেই। সেই খড়ের মধ্যে মাদক রেখে বিক্রি করছে পোনাবালিয়া আবাসনের একটি চক্র। ঝালকাঠি ডিবি পুলিশ ওই চক্রের মূল হোতা আসিফ মল্লিক ওরফে হাসিব মল্লিককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলেও কয়েকদিনের মধ্যে জামিন নিয়ে বের হয়। পুনরায় সে আবার নতুন কৌশলে মাদক বিক্রি শুরু করে। স্থানীয়রা জানায়, হাসিব মল্লিকের মা নাসিমা বেগম এক পুলিশ মেসে রান্নার কাজ করে। সেই দাপটে কাউকে তোয়াক্কা করে না। বরং হাসিবের মাদক বিক্রির কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন মিথ্যা ঘটনা সাজিয়ে হয়রানি করার জন্য উঠে পড়ে লাগে। ওই এলাকার আনসার ভিডিপি সদস্য মামুন বিশ্বাস জানান, হাসিবের মাদক বিক্রির বিষয়ে তাকে একাধিকবার নিষেধ করা হয়। তা না মানায় স্থানীয় মেম্বরের কাছে জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে ফাঁসানোর কৌশলে। কয়েকদিন পূর্বে খড়ের আঁটিতে আগুন লাগিয়ে দিয়ে মামুন বিশ্বাস আগুন লাগিয়েছে বলে প্রচার করে। অভিযোগ তোলে চাঁদা চেয়ে না পেয়ে অগ্নিকান্ড ঘটিয়েছে। এলাকাবাসীকে স্বস্তি দিতে সংশ্লিষ্টদের প্রতি দ্রুত প্রতিকার ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকার সচেতন মহল।

অনলাইন আপডেট

আর্কাইভ