শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

২০ বছরের মধ্যেই কিশোরগঞ্জ উপজেলাকে উন্নত করা হবে ---আহসান আদেলুর রহমান, এমপি

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা : দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থায়ী উন্নয়ন করা সম্ভব। পরিকল্পনা ছাড়া টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। পরিকল্পনাকে বাস্তবায়ন করে কিশোরগঞ্জ উপজেলাকে ২০ বছরের মধ্যেই উন্নত  করা সম্ভব হবে। তবে এই অর্জন প্রাপ্তির ক্ষেত্রে সকলকে সচেষ্ঠ থাকতে হবে। গত শনিবার সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে “কিশোরগঞ্জের উন্নয়ন-আমাদের ভাবনা” শীর্ষক মত বিনিময় সভায় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

প্রেস ক্লাবের সভাপতি ফজল কাদিরের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি আরো বলেন, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া, বেকারত্বমোচন, প্রযুক্তির উন্নয়ন সহ সর্বস্তরের উন্নয়ন করতে হলে মানসিক ও দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করতে হবে। তবে এসব উন্নয়নের পূর্ব শর্ত হল প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন। তাহলে এ এলাকা আরও সমৃদ্ধ হবে। যদি আমরা এ উপজেলাকে শিক্ষা নগরী হিসাবে গড়ে তুলতে পারি তাহলে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগবে।  আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ ন ম রুহুল ইসলাম,বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান,পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন,নিতাই ইউপি চেয়ারম্যান ফারূক উজ-জামান ফারূক,বাহাগিলী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু,চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাফি,মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব,গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এছরারুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সাজু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলম হোসেন, জাতীয় পার্টি থেকে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ঠিকাদার ও সমাজসেবক রশিদুল ইসলাম রশিদ, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ টি এম আনিছুর রহমান আনু,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম,সাংবাদিক শাহজাহান সিরাজ,সাংবাদিক শামীম হোসেন বাবু,সি এস এম তপন,দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা খাদেমুল মোরসালিন শাকীর প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আবু হাসান শেখ তনা। 

এর আগে সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল প্রেস ক্লাবের নিউজ রুমের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ