শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গাতে ৬ দশমিক ১ রেকর্ড করা হয়, যেটি ছিল চুয়াডাঙ্গারও এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। জেলায় এ বছরের সবচেয়ে বেশী শীত অনুভূত হওয়ায় শীতে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশী বিপদে পড়েছে। নিরুপায় মানুষ আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছে। ভৌগলিক কারনে প্রতিবছর চুয়াডাঙ্গায় শীত বেশী পড়ে। তবে সরকারীভাবে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের উদ্যোগে শীতার্থ মানুষের জন্য কিছু কম্বল বিতরণ করা হলেও বেসরকারীভাবে রেডক্রিসেন্ট সোসাইটি ছাড়া তেমন কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। এদিকে চলতি বোরো মওসুম শুরু হওয়ায় তীব্র শীতে কৃষকদের বিপাকে পড়তে হচ্ছে। তবে বেলা বেড়ে যাবার সাথে সাথে কুয়াশা না থাকায় এবং রৌদ্রের তীব্রতা থাকায় কিছুটা হলেও দিনের বেলায় স্বস্তি মিলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ