ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ডিএনসিসির মেয়র ও কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি

সংগ্রাম অনলাইন ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে এবং কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

পাশাপাশি ঢাকার দুই সিটির ৩৬টি নতুন ওয়ার্ডের (উত্তর সিটির ১৮টি এবং দক্ষিণ সিটির ১৮টি) কাউন্সিলর পদে উপনির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ উপনির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি।

কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

উত্তর সিটির মেয়র এবং দুই সিটির ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে হাইকোর্টের নির্দেশের পর তফসিল ঘোষণা করলো ইসি।

এর আগে গত বছরের জানুয়ারিতে ডিএনসিসির মেয়র এবং দুই সিটির কাউন্সিলর পদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে গত বছরের ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরে নির্বাচন স্থগিতাদেশের ব্যাপারে দু’টি আলাদা পিটিশনের প্রেক্ষিতে মনোনয়নপত্র জমার শেষ তারিখের আগের দিন হাইকোর্ট ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন স্থগিত করে।

উল্লেখ্য, ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ওই পদটি শূন্য হয়। অন্যদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায় কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

-ইউএনবি

অনলাইন আপডেট

আর্কাইভ