বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

বাংলাদেশে 'পুশব্যাক'-এ ব্যর্থ হয়ে ৩১ রোহিঙ্গাকে আটক করল ভারত

৩১ রোহিঙ্গা মুসলিমকে আটক করেছে ভারতীয় পুলিশ। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা থেকে তাদেরকে আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে ১৬ শিশু এবং ৬ জন রোহিঙ্গা নারী রয়েছে। গত মঙ্গলবার তাদেরকে আটক করা হয়েছে। এই রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশ পাঠাতে চেয়েছিল ভারতীয় পুলিশ।
জানা গেছে, আটক রোহিঙ্গাদের বাংলাদেশে 'পুশব্যাক' করানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা বাংলাদেশে প্রবেশ করতে অনীহা প্রকাশ করে। এছাড়া উভয় দেশের সীমান্ত কর্মকর্তারা এই রোহিঙ্গাদের বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এ কারণে তাদের আটক করা হয়েছে।
এই রোহিঙ্গারা ভারতের বিভিন্ন রাজ্যে উগ্র জাতীয়তাবাদী সরকারের দমনপীড়নের কারণে ত্রিপুরায় পালিয়ে এসেছিল বলে জানা গেছে।
সূত্র : আল-জাজিরা

অনলাইন আপডেট

আর্কাইভ