শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

সিরিয়ায় নিজস্ব ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা তুরস্কের

২৫ জানুয়ারি, এএফপি : প্রতিবেশী সিরিয়ায় তুরস্ক নিজ উদ্যোগে ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠা করতে সক্ষম বলে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করার পর গত বৃহস্পতিবার এ দাবি করেন তিনি।

সিরিয়ায় যুদ্ধরত কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটসের (ওয়াইপিজে) যোদ্ধাদের তুরস্কের সীমান্ত থেকে দূরে রাখতে একটি ৩২ কিলোমিটার (২০ মাইল) দীর্ঘ নিরাপত্তা অঞ্চল গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছে আঙ্কারা। গতকাল তুরস্কের এ-হাবার টেলিভিশনকে কাভুসোগলু বলেন, আমরা নিজেরাই নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম।

সিরিয়ায় সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে ওয়াইপিজেকে কার্যকর পদাতিক বাহিনী হিসেবে দেখে এসেছে যুক্তরাষ্ট্র। কিন্তু কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে ওয়াইপিজের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ তুরস্কের। দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে আঙ্কারা ও ওয়াশিংটন।

তুরস্ক বেশ কয়েক মাস ধরেই সিরিয়ার উত্তরাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট সিরিয়ান কুর্দিশ যোদ্ধাদের বিতাড়িত করতে অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে। কিন্তু ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে সিরিয়া থেকে প্রায় দুই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিলে নিজেদের পরিকল্পনা স্থগিত করে আঙ্কারা। মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তুরস্ক।

মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণায় সিরিয়ায় যুদ্ধরত কুর্দি যোদ্ধাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও ওয়াশিংটন ওয়াইপিজে বাহিনীর নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে, কিন্তু তুরস্ক কোনো শর্ত মানতে রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে সংশয় রয়ে গেছে।

এদিকে রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ট্রাম্পের মধ্যে এক ফোনালাপে উভয় নেতাই নিরাপত্তা অঞ্চল স্থাপন নিয়ে আলোচনা ত্বরান্বিত করতে সম্মত হয়েছে।

সিরিয়ায় রাজধানীর কাছে বোমা বিস্ফোরণ: গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তর-পূর্বাঞ্চলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সরকার নিয়ন্ত্রিত এলাকায় এ নিয়ে তৃতীয়বারের মতো বোমা হামলা চালানো হলো বলে সংবাদ সংস্থা সানা জানিয়েছে। খবর এএফপি।

সানার প্রতিবেদনে বলা হয়েছে, আদাউই এলাকায় বোমা হামলার ঘটনা ঘটেছে। একটি গাড়ির মধ্যে রাখা বিস্ফোরকের মাধ্যমে এ হামলা চালানো হয়। বিস্ফোরণে আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সংবাদ সংস্থাটি।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরীয় সরকারের মিত্র রাশিয়ার দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের চারজন আহত হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

রোববার এক বছরের বেশি সময় পর দামেস্কে প্রথমবারের মতো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। যুদ্ধ পর্যবেক্ষক সংস্থাটি এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের কথা জানালেও রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি অস্বীকার করে। পরে মঙ্গলবার সরকারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উপকূলীয় অঞ্চল লাতাকিয়ায় আবার গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলায় একজন নিহত হওয়ার কথা রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়। উল্লেখ্য, ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভ দমনের মধ্য দিয়ে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এখন পর্যন্ত যুদ্ধে ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, বাস্তুচ্যুত হয়েছে আরো কয়েক লাখ মানুষ।

অনলাইন আপডেট

আর্কাইভ