শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কাভানির জোড়া গোলে পিএসজির সহজ জয়

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে রোববার রাতে ৪-১ গোলে জেতে পিএসজি । ম্যাচের সপ্তম মিনিটে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় পিএসজি। ফরাসি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বের রক্ষণচেরা পাস দি মারিয়া নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের বাইরে ক্রস বাড়ান। আর হেডে গোলরক্ষককে পরাস্ত করেন কাভানি। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন তিনি। ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অতিথিরা। ২৮তম মিনিটে সতীর্থের পাস গোলমুখে পেয়ে ব্যাকহিলে বল জালে পাঠান সেনেগালের ফরোয়ার্ড এমবায়ে নিয়াং। দ্বিতীয়ার্ধে শিরোপাধারীদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি পয়েন্ট তালিকায় দশম স্থানে থাকা দল রেন। ১১ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। ৬০তম মিনিটে নিজেদের সীমানা থেকে অধিনায়ক চিয়াগো সিলভার উঁচু করে বাড়ানো বল ধরে একা ডি-বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে জালে পাঠিয়ে দলকে ফের এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়া। ছয় মিনিট পর প্রতিপক্ষের ভুলে ইউলিয়ান ড্রাক্সলার বল পেয়ে বাড়ান এমবাপেকে। কোনাকুনি শটে ব্যবধান বাড়ান ফরাসি এই ফরোয়ার্ড। এই নিয়ে চলতি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার গোল হলো ১৮টি। আর ৭১তম মিনিটে এমবাপে-কাভানির দারুণ বোঝাপড়ায় চতুর্থ গোলের দেখা পায় পিএসজি। ড্রাক্সলারের পাস পেয়ে শট নিতে পারতেন এমবাপে, তাকে রুখতে এগিয়ে যান গোলরক্ষক। সেই সুযোগে নিজে শট না নিয়ে বল বাড়ান কাভানিকে। ফাঁকা জালে বল ঠেলে দেন তিনি। এই নিয়ে লিগে শেষ তিন ম্যাচে ছয়টিসহ মোট ১৬ গোল করে গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি। ২০ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৫৬। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।

অনলাইন আপডেট

আর্কাইভ